রেড ভলান্টিয়ারের কর্মসূচি একমাস অতিক্রম

বর্ধমান রেড ভলেনটিয়ার সহ কভিড প্রথম সারির যোদ্ধাদের করোনা ভ্যাকসিন দেওয়ার দাবী জানিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করতে এসে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা না হওয়ায় ড্রপ বক্সে দাবী সমূহ কপি রেখে আসেন এস এফ আই রেড ভলেনটিয়াররা।এবিষয়ে মঙ্গলবার এস এফ আই এর জেলা অফিসে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান এস এফ আই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে অনির্বাণ বলেন গোটা জেলা জুড়ে প্রায় ৩৮০ জন রেড ভলেনটিয়ার কাজ করছেন। এপর্যন্ত প্রায় তিন হাজার জন করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতা করা হয়েছে বলে জানান। এই উদ্যোগে বিভিন্ন সহৃদয় ব্যক্তিরা তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে ।যার মধ্যে প্রবাসী বাঙালি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষজন আছেন।পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাজ কলেজ ও ইউ আই টি কলেজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনের সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন বর্তমান করোনা ও লকডাউন এর ফলে ছাত্রছাত্রীরা কলেজে ক্লাস হচ্ছেনা। সেই সময় কলেজ গুলি ছাত্র-ছাত্রীদের সেমিস্টারে ফিজ দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন। এর পাশাপাশি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবি করেন তিনি। এর সঙ্গে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে রেড ভলান্টিয়ারের কর্মসূচি একমাস অতিক্রম হলো বলে জানালেন অনির্বাণ রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *