রাস্তা ছোট খাটো নদী

বর্ষা প্রায় আসন্ন, আর বর্ষা আসার আগে রাস্তায় জলে ভর্তি ।সাধারণ মানুষ সমস্যায় পড়ে আছেন রাস্তাঘাট কি ঠিক হবে না ? মানুষের মনে একটাই প্রশ্ন ভোট মিটে গেছে তবুও রাস্তা সংস্কারের কাজ ঠিকমতো এখনো হচ্ছে না । মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়ো পলশা অঞ্চলে সুকান্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে স্কুলের আশপাশে বাড়ির সামনে দীর্ঘদিন জল জমে থাকার কারণে একশো টি পরিবারও সমস্যায় পড়ে আছেন! গ্রামবাসীরা জানায় উন্নয়ন বলতে ছিটেফোটাও পরেনি এই রাস্তায়, রাস্তা ছোট খাটো নদী।

ছাত্র-ছাত্রীরা মিড ডে মিলের মাল আনতে গিয়ে জলের উপর যাতায়াত করতে হয়।রাস্তায় কোন ড্রেন না থাকায় এই সমস্যা। রাস্তার ধারে কাঁচা দেওয়াল থাকায় জল নিকাশের সমস্যা পড়ছে গ্রামবাসীর বক্তব্য। একটি মাটির ঘরের দেওয়াল না ভেঙে দিলে জল নিকাশের ব্যবস্থা করা সম্ভব নয়। আজ গ্রামের লোকেরা চাঁদা তুলে সেই জায়গায় মাটি ভরাট করার উদ্যোগ নিয়েছে সাথে যে কাঁচা বাড়ি দেওয়াল নিয়ে সমস্যা সেই পরিবারের সাথে পুলিশ প্রশাসন কথা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান হয় তার অনুরোধ জানিয়েছেন বাড়ির মালিক কে। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত মেম্বার, গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *