রায়না বিধানসভার 9 নম্বর জেডপির 166 নম্বর বুথে বিজেপির দেওয়াল লিখন
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না বিধানসভার 9 নম্বর জেডপির উচালন গ্রামে 166 নম্বর বুথে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হল। একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নেমেছে শাসক দল থেকে শুরু করে প্রতিটি বিরোধীদল। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের মতে,বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের সাথে বঞ্চনা করেছে। তাই রাজ্য সরকারের পরিবর্তন চায় মানুষ। এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় নি। তার আগে থেকেই বুথ সভাপতি উত্তল চালকের নেতৃত্বে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ।
উচালন অঞ্চলের মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন 9 নম্বর জেডপির সম্পাদক সন্তোষ রায়।। প্রার্থী নির্বাচন হলে তারপর দেওয়ালে সেই প্রার্থীর নাম লিখেও দেওয়া হবে বলে জানান তিনি।বিজেপির প্রত্যেকটি রাজনৈতিক সভায় মানুষের জন্জোয়ার প্রমাণ করে যে একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন আসতে চলেছে। এমনটাই মত 9 নম্বর জেডপির সম্পাদক সন্তোষ রায়। এই অঞ্চল তৃণমূলের দখলে হলেও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জ়জয়কার হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব।