‘রাজ্যে গণতন্ত্র কোথায়?‌ ২ মে সবকিছু শেষ হবে। খেলা নয়, নরেন্দ্র মোদির নেতৃত্বে এবার উন্নয়ন হবে

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। জোরকদমে চলছে প্রচার। বৃহস্পতিবার রাতে টালিগঞ্জে প্রচারে যান বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বহু মানুষের সঙ্গে দেখা করেন তিনি। প্রচারের মাঝে ভবানীপুরে একটি ধাবায় চা খাওয়ার জন্য তিনি গাড়ি দাঁড় করান। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে ফেলেন। ‘‌গো ব্যাক’‌ স্লোগান দিতে থাকেন তাঁরা। পাশাপাশি চলে তৃণমূলের স্লোগানও। এরপর বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পড়েন বাবুল। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকা ছাড়েন তিনি।

তৃণমূল কর্মীরা দীর্ঘক্ষণ তাঁর গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। ঘটনার ভিডিও টুইট করে রাজ্যের শাসকদলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।শুক্রবার সকালে এই ঘটনার ভিডিও টুইট করেন বাবুল। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সঙ্গে লেখেন, ‘রাজ্যে গণতন্ত্র কোথায়?‌ ২ মে সবকিছু শেষ হবে। খেলা নয়, নরেন্দ্র মোদির নেতৃত্বে এবার উন্নয়ন হবে।’‌ বাবুল লেখেন, ‘‌ভবানীপুরে বলবন্ত সিং কা ধাবায় প্রচারের পর চা খেতে গেছিলাম। গাড়ি থেকে নামতে পারিনি, আচমকা উত্তর কলকাতা তৃণমূল যুব সচিব ওয়াসিম আহমেদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *