“রক্তদান জীবন দান”

কাটোয়া-রতন চক্রবর্তী:-“রক্তদান জীবন দান”
এই পাঠকে মন্ত্র করে এই লকডাউনে কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংক এর রক্তের অভাব মেটাতে
আজ কাটোয়া প্রতিবাদ ক্লাবের উদ্যোগে করণা বিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে দুজন মহিলা সহ মোট ৪০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।
কাটোয়া মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক জয়দেব দত্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি আরো সকলকে এই রক্তদানে আগ্রহী হওয়ার আহ্বান জানালেন।