‘যতদিন বাঁচবো, ততদিন আমি দিদিকে শ্রদ্ধা করব’
‘যতদিন বাঁচবো, ততদিন আমি দিদিকে শ্রদ্ধা করব’। তবে তৃণমূলে ফিরছেন কিনা এ বিষয়ে কিছুই খোলসা করেননি তিনি। তৃণমূলের এই বিপুল জয়ের পর তৃণমূল সুপ্রিমোকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে তিনি প্রেসের কাছে কিছু বলতে চান না।তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতায় ফিরেই মমতা ব্যানার্জি দল ছেড়ে চলে যাওয়াদের দলে ফিরে আসার বার্তা দেন। তিনি বলেছিলেন, যাঁরা দল ছেড়ে চলে গেছে ওঁরা যদি নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে আসতে চায় সেক্ষেত্রে সবাইকে স্বাগত।
২০১৬ এর নির্বাচনে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন রাজীব ব্যানার্জি। রাজীব ব্যানার্জি প্রায় ৫০ হাজার ভোটে এবার হেরে যান তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে।