বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মৃত্যু হলো মাধ্যমিক পরিক্ষার্থীর

Published on: February 21, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                     সৌমিত্র গাঙ্গুলী :আসানসোল –

আবারো মাধ্যমিক পরিক্ষার্থীর মৃত্যু এবারে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার রানিসায়ার এলাকায় পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে নেহা কুমারী বাড়ির পাসে একটি কুয়ো তে জল আনতে গিয়ে ছিলকোন রকম ভাবে কুয়ো তে পড়ে যায় নেহা 

              


সাথে সাথে স্থানীয়রা দেখে নেহাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

শুক্রবার আসানসোল জেলা নেহার বাবা বলেন, নেহা এবারে মাধ্যমিক পরিক্ষা দিচ্ছিল,ভালো পরিক্ষা দিচ্ছে বলেছিলআজ সকালে পুজোর জল আনতে গিয়ে হঠাত্ কুয়োতে পড়ে যায় হাসপাতালে আনলে মৃত বলে জানায় ডাক্তার পড়াশুনাই  ভাল ছাত্রী  হিসেবে পরিচিত ছিলেন নেহা ,বলে জানিয়েছেন স্থানীয়রা

Join Telegram

Join Now