বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মৃতদেহ পোড়ানো ঘিরে চাঞ্চল্য

Published on: April 16, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

কৈলাশ বিশ্বাস :বাঁকুড়া –বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের ফিভার ওয়ার্ডে মৃত রোগীর শবদাহকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শহরের লোখাতোড়া  মহা শ্মশানেস্থানীয় মানুষ জন এই মৃতদেহ করোনা আক্রান্ত এমন আশঙ্কা থেকেই জমায়েত হয়ে মৃতদেহ দাহ করার প্রতিবাদে নামেনপরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পোঁছায় বিশাল পুলিশ বাহিনীপুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন মানুষজনবারে,বারে মানুষের জমায়েত ছত্রভঙ্গ করে হটিয়ে দেয় পুলিশ ও কমব্যাট ফোর্সপ্রসঙ্গত এর আগে একই ভাবে জোড়া মৃতদেহ পোড়ানোর সময় থেকেই মানুষের ক্ষোভ ছিল। 

গত কাল রাতে  ফের একই ভাবে মৃতদেহ দাহ করার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়প্রচুর মানুষ জমায়েত হয়ে এই ঘটনার প্রতিবাদের সামিল হনদীর্ঘক্ষন ধরে প্রতিবাদ চলার পরে বাঁকুড়ার লোখাতোড়া সংলগ্ন এলাকার মানুষজন শশান ঘাটে এসে বিক্ষোভ দেখায়। পুলিশের সামনে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভের পরে পুলিশ  মৃতদেহ সৎকার করার কাজ শুরু করে এতে এলাকার মানুষ ক্ষুব্দ হয়ে পড়ে এবং তারা জানতে চায়  এই শ্মশানে কেন মৃতদেহ সৎকার করতে হবে।  বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৃতদেহ এই চুল্লিতে পোড়াতে  দেওয়া যাবে না। রাতের অন্ধকারে মৃতদেহ পোড়ানো ঘিরে চাঞ্চল্য 

Join Telegram

Join Now