মালদার হরিশ্চন্দ্রপুরের অপহৃত ১১জন সদস্যকে উদ্ধার করল পুলিশ
কাঠিয়ার যাওয়ার পথে তাদেরকে উদ্ধার করা হয়।গ্রেফতার তিন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের মোট ২০টি আসন রয়েছে। তৃণমূল পরিচালিত দৌলতনগর গ্রাম পঞ্চায়েত প্রধান নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে দলেরই আরেক সদস্য পিন্টু কুমার যাদব সহ ১২ জন অনাস্থা আনার জন্য ব্লক প্রশাসনকে স্বাক্ষর সমূহ অভিযোগ জানায়। মঙ্গলবার ছিল ওই ১২ জন সদস্যের স্বাক্ষরের ভেরিফিকেশন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম গোলমাল বেঁধে যাওয়ায় চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়।এরপর অস্ত্র হাতে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আসরাফুল বিডিও অফিস থেকে ১১জনকে অপহরন করে। এরপর বিডিও হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত নাে পুলিশ। গভীর রাতে কাটিহার যাওয়ার পথে ১১জন সদস্যকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিনজনকে আজ চাঁচল আদালতে তোলা হয়েছে।