মনোজ কুমার মালিক, পূর্ব বর্ধমান -ভাতাড় : মানুষ ঝুলন উৎসব উপলক্ষে সরগরম পূর্ব বর্ধমানের বলগোনা স্টেশন সংলগ্ন পূর্বপাড়া। গতকাল থেকে পূর্বপাড়ায় শুরু হয়েছে মানুষ ঝুলন উৎসব। এই এলাকার মানুষ ঝুলন দেখতে ভিড় জমান আশেপাশের বিভিন্ন গ্রামের লোকজন। এলাকার কচিকাঁচারা বিভিন্ন পৌরাণিক দৃশ্য তুলে ধরেছে মানুষ ঝুলনের মাধ্যমে। পাশাপাশি বনদেবী থিমের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।

ঝুলন উৎসব প্রতিদিন সন্ধ্যার পর শুরু হলেও দিনের বেলাতেও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। আয়োজকরা জানান দীর্ঘদিন লকডাউনে এই গ্রামীণ এলাকায় বিনোদন বলতে কিছুই নেই। ফলে ঝুলন উৎসবকে সামনে রেখে স্থানীয় মানুষজন বিনোদনের একটু স্বাদ নিতে চাইছেন। তবে করোনা বিধি মেনেই মানুষ ঝুলন হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
