”মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম” বলে BJP-তে Bonny Sengupta
মা পিয়া সেনগুপ্ত কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়ে গিয়েছেন প্রেমিকা কৌশানি মুখোপাধ্যায়। প্রচারও শুরু করে দিয়েছেন। বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে পদ্মশিবিরে নাম লেখালেন অভিনেতা বনি সেনগুপ্ত । উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা। বিজেপিতে যোগ দিয়ে বনি বলেন, ”মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম”।
আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছেন কৌশানি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে থাকা শুরু করেছেন। প্রসঙ্গত, তৃণমূলে যোগ দিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত বলেছিলেন, ”আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে। আমার বাবা অভিনেতা সুখেন দাস মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি।