মানুষকে সচেতন করতে পথে নেমে পড়লেন প্রধান
পূর্ব বর্ধমান জেলার গুশকরা ২নম্বর গ্রাম পঞ্চায়েত এর আউশ গ্রাম ১নম্বর ব্লকের প্রধান সুবীর মণ্ডল নিজেই করোনা নিয়ে মানুষ কে সচেতন করতে পথে নেমে পড়লেন টোটো করে।নিজের পুরো এলাকায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটো করে প্রচার কাজ সারছেন।
যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন তা দেখে মানুষ ২হাত তুলে আশীর্বাদ করছেন। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প কি ভাবে গরিব মানুষ পাবে তাও এদিন জানিয়ে দেন।
নওয়াদা ,শিবদা, অলিগ্রাম সহ বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রশানের পাশাপাশি তিনি নিজে নেমে পরেছেন। এছাড়াও গ্রামে রেশন এর মাল পত্র ঠিকঠাক সাধারণ মানুষ পাচ্ছে কিনা তাও তিনি নিজে ঘুরে ঘুরে দেখে নেন।