করনা আক্রান্ত রোগী মানসিক চাপে আত্মহত্যা তমলুক ব্লকের ঘটনা। তমলুক ব্লকের খারুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকার বছর ৪৩শের চিন্ময় গুছাইত। কর্মসূত্রে কলকাতায় এক বেসরকারি সংস্থায় কাজ করেন। কয়েক দিন ধরে জ্বর থাকার কারণে কাঁকটিয়া জানুবসান উপস্বাস্থ্য কেন্দ্রে করোনা টেস্ট করেন।গত ২১ এপ্রিল তার রিপোর্ট আছে করোনা পজিটিভ। এরপর চিন্ময় বাবু সেফ হোম আইসোলেশন থাকে। আজ সকালে বাড়ি থেকে ওই করনা আক্রান্ত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার জানিয়েছে যে করনা আক্রান্ত হওয়ার পর মানসিক ভাবে ভেঙে পড়েছিল। সেখান থেকেই আত্মহত্যা করতে পরে। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মানসিক চাপে আত্মহত্যা করনা আক্রান্ত রোগীর
By anandabarta
Published on: April 25, 2021

---Advertisement---