মানসিক অত্যাচার করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে বললেন জিতেন্দ্র তিওয়ারি
বিজেপিতে যারা যোগ দিচ্ছে তাদের নানানভাবে মানসিক অত্যাচার করা হচ্ছে শাসকদলের পক্ষ থেকে। এমনই অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আজ কুলটির সাঁকতোড়িয়াতে একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে ওই অঞ্চলের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ আচার্য নিজের জমির উপর একটি বাউন্ডারি দেওয়াল দিয়েছেন। কিন্তু পৌরনিগমের পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে যে তিনি বিনা অনুমতিতে বিল্ডিং করছেন। কেউ নিজের জায়গায় বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা দিতেই পারে। তার জন্য পৌরনিগমের কোনো অনুমতি লাগে না। যেহেতু অভিজিত আচার্য বিজেপি করছে সেই কারণেই তাকে এই ভাবে মানসিক হেনস্তা করার চেষ্টা চলছে। অভিজিৎ আচার্য খুব দ্রুত পৌরনিগমের সেই চিঠির উত্তর পাঠাবেন বলে জানিয়েছেন।