মঙ্গলকোট থানার পুলিশ বিভিন্ন বাজারে বাজারে হানা দিচ্ছেন। যে সমস্ত মানুষজন মাক্স পড়ছেন না তাদেরকে গ্রেফতার করছে এবং আর্থিক জরিমানা করছে।আজ দিনভর মঙ্গলকোট থানার সিভিল ড্রেসে থাকা একটি টিম বিভিন্ন জায়গায় হানা দিল।এই সিভিল ড্রেসে থাকা টিমের 6 জন প্রতিনিধি দল রয়েছেন। তার মধ্যে দুজন অফিসার রয়েছেন, তাদের নাম উত্তম সরকার ও কাকন কুন্ডু।
এই দল মঙ্গলকোটের বিভিন্ন বাজারে বাজারে হানা দিচ্ছে। যে সমস্ত মানুষ মাস্ক পড়ছেন না ও বিনা কারণে বাজারে ঘোরাফেরা করছেন তাদেরকে গ্রেপ্তার করে আর্থিক জরিমানা করা হচ্ছে।আজ প্রায় দশ ব্যক্তিকে আটক করে মঙ্গলকোট থানার পুলিশ।পুলিশের এই অভিযানে খুশি হয়েছেন মঙ্গলকোটের সাধারণ মানুষ।আগামীতেও এই অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
মাক্স না পড়াই 10 ব্যক্তি কে আটক করল মঙ্গলকোট থানার পুলিশ
By anandabarta
Published on: July 31, 2021

---Advertisement---