বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরিতে জগন্নাথ দর্শন নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষ এর

Published on: February 27, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরিতে জগন্নাথ দর্শন নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষবৃহস্পতিবার কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি বলেন ঠাকুর দর্শনের নামে রাজনীতি করাটা ঠিক নয়প্রসঙ্গত, বুধবার পুরির মন্দির দর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়তারপর দেশের মানুষের মঙ্গল কামনায় পূজো দিয়েছিলেন

সেই প্রসঙ্গেই  বিজেপির রাজ্য সভাপতি বলেন  মুখ্যমন্ত্রী ঠাকুর দর্শন করতে গিয়েছেন এতে আমার কিছু বলার নেইআমিও  কয়েকদিন আগে ঠাকুর দর্শন করতে গিয়েছিলামকিন্তুু সেখানে গিয়ে কোন রাজনীতি করিনি বলে জানান দিলীপ ঘোষএরপরেই মমতার উড়িষ্যা সফর নিয়ে কটাক্ষ করেন তিনি। 

দিলীপ ঘোষ বলেন উড়িষ্যাতে হয়তো সবকিছু দেখতে গিয়েছেনযখন, তখন সিবিআই আবার তৃণমূল নেতা মন্ত্রীদের ডাকতে পারেনতাই আগে থাকতেই মুখ্যমন্ত্রী সবকিছুর ব্যাবস্থা করতে গিয়েছেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতিউড়িষ্যার জেলঠিক আছে কিনা তাও মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন বলে কটাক্ষ দিলীপ ঘোষ

Join Telegram

Join Now