মঙ্গলকোটের সাঁওতামোরে পিকআপ ভ্যানের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত
মঙ্গলকোটের সাঁওতামোরে পিকআপ ভ্যানের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 ।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন অঞ্চলের সাঁওতা বাসস্ট্যান্ডের কাছে পিকআপ ভ্যানের সঙ্গে মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারুতিতে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মঙ্গলকোটের সিঙ্গত হসপিটালে ভর্তি করেন। একজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়। পুলিশের পিকআপ ভ্যান ও মারুতি ভ্যান দুটো কি আটক করেছে।পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি ।
মারুতি ভ্যানে থাকা সকলেই বাড়ির মঙ্গলকোটের কুলসোনা গ্রামে।