মঙ্গলকোটের কিষান মান্ডিতে নতুনহাট তাঁত ও বস্ত্রহাটের শুভ উদ্বোধন
মনোজ কুমার মালিক পূর্ব বর্ধমান :- মঙ্গলকোটের কিষান মান্ডিতে নতুনহাট তাঁত ও বস্ত্রহাটের শুভ উদ্বোধন হয় শনিবার । মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী ফিতে কেটে এই তাঁত ও বস্ত্রহাটের শুভ উদ্বোধন করেন । মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন ব্লকে তাঁত হাট বস্ত্র শুরু হয়েছে । মঙ্গলকোট ব্লকের মঙ্গলকোট কৃষক বাজারে এই নতুনহাট তাঁত ও বস্ত্র হাটের শুরু হয় । ফুলিয়া, ধোনেখালি, শান্তিপুর, নবদ্বীপ, সমুদ্রগড় প্রভৃতি এলাকার তাঁতবস্ত্র এই তাঁত হাটে বিক্রি হবে ।
শেখ সাহাবুল, মীর জামাত আলী, হাসেম আলী শেখ, বিশ্বনাথ মাল প্রমূখ বিক্রেতারা জানান, মঙ্গলকোটের প্রাণকেন্দ্র নতুনহাট । তাঁত হাটে সহজেই এলাকার গ্রাম্য মানুষজন সুলভ মূল্যে তাঁতের বস্ত্র পেতে পারবে এবং বিভিন্ন জায়গা থেকে বস্ত্র আশায় দাম তুলনামূলকভাবে অনেকটাই কম হবে । উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোটের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মদক্ষ মেহেবুব চৌধুরী সহ তাঁত বস্ত্র বিক্রেতা ও এলাকার ক্রেতারা ।