ভ্যাকসিন দুর্নীতি নিয়ে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মী, সমর্থকেরা
মালদা-ভ্যাকসিন দুর্নীতি নিয়ে অবস্থান বিক্ষোভে নামল জেলা বিজেপি। মঙ্গলবার ফোয়ারা মোড়ে এদিন অবস্থান বিক্ষোভ সমাবেশে শামিল হন কর্মী, সমর্থকেরা। হাজির ছিলেন বিজেপি-র জেলা সভাপতি গোবিন্দ মন্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা গৌর মন্ডল প্রমুখ। এদিন ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরব হয়ে খগেন মুর্মু বলেন, ‘কেন্দ্র সরকার বিনে পয়সায় ভ্যাকসিন পাঠাচ্ছে রাজ্যে। আর এখানে চলছে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি। দেবাঞ্জনের মতো দুর্নীতি পরায়ন মানুষ প্রায় ২৫০০ ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাও আবার রাজ্য সরাকারের ছত্রছায়ায় থেকে ভ্যাকসিন দুর্নীতি করে গেছ।
’ সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, ‘তৃণমূল পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু এ রাজ্যের মানুষ জানে না আসল রহস্যটা কি? পেট্রপণ্যে রাজ্যের কোষাগারে ঢোকে কেন্দ্রের দ্বিগুণ টাকা। রাজ্য যদিও ওই শুল্ক না নেয়, তাহলে পেট্রপণ্যের দাম অনেক কমে যায়। কিন্তু তা না করে উল্টে কেন্দ্রের ওপর দোষ হানছে তারা।’ বিজেপি নেতা গৌর মন্ডল বলেন, ‘কেন্দ্রীয় সরকারের নিজস্ব প্রকল্পের নামগুলি পাল্টে দিয়ে নিজের এ রাজ্যের নামে চালাচ্ছে এ রাজ্যের তৃণমূল সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পাল্টে দিয়ে হয়ে গেছে বাংলা সড়ক যোজনা। এরকম অনেক প্রকল্প রয়েছে। তা কেন হবে? তাহলে ওই প্রকল্পগুলিতে কেন্দ্রের সাহায্য নেওয়া বন্ধ করতে হবে। তাহলে তো নিজেদের মতো নাম রাখা সার্থক হবে।’