বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভোট এলেই ধর্মযুদ্ধ শুরু,আমার ভয় করছে

Published on: February 28, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
ভোট এলেই ইন্ডিয়া-পাকিস্তান বলে ভাগাভাগি করা। ভোট এলেই ধর্মযুদ্ধ শুরু, আসন্ন বিধানসভা ভোটে ধর্মযুদ্ধ হবেনাতো আমার ভয় করছে। পশ্চিম মেদিনীপুরে  মেলা উদ্বোধন এসে বলেন  সাংসদ দেব।

,পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা গ্রামীন উৎসবে উদ্বোধন এসে সাংসদ দীপক (দেব)অধিকারী  বলেন যে  কে কতো খারাপ কথা বলে টিভিতে হেডলাইন হবে এই প্রতিযোগিতা চলছে। ভোট এলেই ধর্ম কে নামিয়ে দেবে। দেশ আজ শান্তিতে নেই। দিল্লির মানুষ আর শান্তিতে নেই। আমার ভয় হচ্ছে যে 2021বিধান সভা নির্বাচনে ধর্ম নিয়ে গন্ডগোল হবে না তো।

মানুষকে ধর্ম নিয়ে ভাগ করা বন্ধ করুন। আমি নিউজ চ্যানেল  আপনাদের বলছি যে উচ্চবাচ্য কথা বলবে তাকে ব্যান করে দেওয়া উচিত। সে তার পার্টির কাছে হিরো হয়ে যায়। বারবার টিভিতে  তাকে দেখানো হবে,এরপর আরো একজন তার চেয়েও খারাপ মন্তব্য করে উপরে ওঠার চেষ্টা করবে। যে উচ্চবাচ্য মন্তব্য করবে তাকে সাসপেন্ড করা উচিত।

সে যে  কোনো দলের হোক না কেন। আমাদের উচিত মানুষকে শান্তিতে রাখা। যে কোন মানুষ যে কোন নেতা 10-50 জন লোকের কাছে মাইক নিয়ে উচ্চবাচ্য যেকোনো  কথা বলা উচিত নয়। ডেবরা গ্রামীণ উৎসব এসে এমনই মন্তব্য করেন সাংসদ দীপক( দের ) অধিকারী।

Join Telegram

Join Now