ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার করোনা পজিটিভ
করোনা পজিটিভ শচীন টেন্ডুলকার । ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি নিজেই জানালেন সেই কথা । সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে শচীনের। তবে তার বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছে । শনিবার সকালে টুইট করে মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন সেকথা । আপাতত তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে । আপাতত হোম আইসোলেশনে রয়েছেন শচীন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশগ্রহণ করেছিলেন তিনি । সেই সিরিজ অবশ্য শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে জয়লাভ করে শচীনের ইন্ডিয়া লেজেন্ডস । এদিন টুইটারে শচীন জানিয়েছেন, “আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং চিকিত্সকদের পরামর্শ মতো যাবতীয় নিয়ম মেনে চলছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য নিজের শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন শচীন।” এছাড়াও তিনি জানিয়েছেন, “আমি সমস্ত রকম নিয়ম এবং সতর্কতা মেনে চলেছি। নিয়মিত পরীক্ষাও করিয়েছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গও দেখা দিয়েছে। তবে বাড়ির বাকি সদস্যদের সকলেরই রিপোর্ট নেগেটিভ।” তিনি এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে থাকলেও এই ঘটনায় চিন্তা রয়েছে বিশ্বের আপামর ক্রিকেট প্রেমীদের।