ভাতারের বলগোনা গ্রামের পালিত হল মহা ধুমধামে হনুমান পূজা
পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা ,হরিপুর, তুলসীডাঙ্গা সহ আশেপাশের কয়েকটি গ্রামে শনিবার অনুষ্ঠিত হলো শতাব্দীপ্রাচীন হনুমান পূজো। এলাকার মানুষজনের বিশ্বাস , বহু পূর্বে বলগোনা এলাকা বনজঙ্গলে বসবাসকারী নরখাদক রাক্ষসীকে হত্যা করে এলাকার মানুষকে বিপদ মুক্ত করেছিল হনুমানজী। সেই থেকেই ওই এলাকায় হনুমান পুজো হয়ে আসছে। এলাকাবাসী দেবব্রত চৌধুরী, তপন সামন্ত, আলোক প্রদীপ চৌধুরীরা জানান প্রতিবছর পূজা উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে, বসে মেলাও। কিন্তু গত বছরের মতো এবছরেও করোনা পরিস্থিতির কারণে তা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে পুজো।পূজা পাঠ হলেও মেলা না বসায় মন খারাপ কচিকাঁচাদের।