বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভর্তি ফি মুকুবের দাবিতে পাঁশকুড়া বনমালি কলেজে অবস্থান বিক্ষোভ

Published on: July 5, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

করোনা পরিস্থিতিতে UG/PG তে 2nd,4th,6th সেমিস্টারের ভর্তি ফি মুকুবের দাবিতে পাঁশকুড়া বনমালি কলেজে অবস্থান বিক্ষোভ সংঘটিত হয়।বিক্ষোভ চলাকালীন উপস্থিত হয় পাঁশকুড়া বনমালি কলেজে  তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আকরাম সিদ্দিকী। বিক্ষোভ চলাকালেউপস্থিত হয় পাঁচলা থানার পুলিশ।পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে গেলে ছাত্র ছাত্রীদের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে।এবং ছাত্র ছাত্রীরা পুলিশকে দেখে রীতিমতো শ্লোগান দিতে শুরু করে।ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ করনা এবং জশ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিটি পরিবারের পক্ষে কলেজের ফি বাবদ টাকা দেওয়া সম্ভব নয় । অবিলম্বে তাদের ফিজ মুকুব কড়তে হবে। এই মর্মে তারা পাঁশকুড়া কলেজের অধ্যক্ষের কাছে গণ ইমেলের মাধ্যমে দাবি জানায় । কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সকালে পাঁশকুড়া বনমালী কলেজ প্রাঙ্গণ চত্বরে তারা বিক্ষোভ দেখয়া। অভিযোগ তারা তাদের ডেপুটেশন কপিটি প্রিন্সিপালের কাছে জমা দিতে গেলে প্রথমেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছেলেরা তাদের বাধা দেয় এবং কলেজে ঢুকতে বাধা দেয়।কিছুক্ষণ পরে পরিস্থিতি সামাল দিতে পাঁশকুড়া থানার পুলিশ কলেজ চত্বরে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ করে ছাত্র-ছাত্রীরা।এবং তাদের অভিযোগ পাঁচলা থানার পুলিশ ও তাদের কলেজে ঢুকতে বাধা দেয়। যদিও পুলিশ সূত্রে জানা যায়,করণা পরিস্থিতিতে এত ছাত্রছাত্রীকে একসঙ্গে কলেজে ঢুকতে দেওয়া যাবে না,।

Join Telegram

Join Now