বেহালা সিলপারা জেমশলং সরণিতে NRC ও CAA সভায় উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
রিয়া ঘোষ : কলকাতা
বেহালা সিলপারা জেমশলং সরণিতে nrc ও caa বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রত্না চ্যাটার্জী । দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়র গুলি করা বক্তব্যে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় আজ বললেন এটা পুরোপুরি কৌশল, বাবুল সুপ্রিয়র কথায় দিলীপ ঘোষের জিভের মার্জিন টানা যাবে না ।
এই ভাঙাচোরা দল নিয়ে আবার লড়াই করতে এসছে মমতা ব্যানার্জির জন শক্তির বিরুদ্ধে। আর গুলির কথা বলছে কে কাকে গুলি করবে, নিজেরাই সেই গুলি খেয়ে চলে যাবে। বন্দুকের গুলি নয় মানুষের গুলি ।রাজ্যপাল আজকের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফাইল আটকে দিয়েছে ,সেটি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানালেন সমাবর্তন ফাইল ঐদিন এ হবে, প্রয়োজন পরলে রাজ্যপালকে ছাড়া হবে ।
যত সম্মান দেয়া হচ্ছে ততো তার পাগলামো বেড়ে যাচ্ছে। এটা সহ্য করা হবে সব ফাইল আটকে দিয়েছে ।এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যে দুটি বিল পাস করা নিয়ে রাজ্যপাল যে সর্বদলীয় বৈঠক ডেকেছে সেটা নিয়ে বললেন যে রাজ্যপালের অধিকারের মধ্যে নেই কোন সর্বদলীয় বৈঠক ডাকা ।একমাত্র ডাকতে পারে মুখ্যমন্ত্রী আর এই সর্বদলীয় বৈঠকে কেউ যাবেনা।