বেশ কিছু দোকান, মদের দোকান ও সেলুন খোলা নিয়ে কী জানাল কেন্দ্র

সৌজন্যে :ইন্টারনেট -এখন থেকে বেশ কিছু দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।

এক মাস অতিক্রান্ত লক ডাউন।এবার  থেকে বেশ কিছু দোকান খোলা থাকবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাতে  একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন,শর্তসাপেক্ষে বেশ কিছু দোকান খুলতে পারবেন শনিবার থেকে।তার মধ্যে সেলুন ও মদের দোকান আছে কি?


নির্দেশিকায় কেন্দ্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সুরক্ষিত এলাকাতে  নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দোকান খোলা যাবে।যদিও সেই তালিকায় নেই সেলুন ও মদের দোকান।
স্বরাষ্ট্রমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি বিবৃতিতে পরিষ্কার জানিয়েছেন, শুধু মাত্র  সেই সব দোকানগুলি খোলা যাবে,যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য।  কী বললেন দেখে নিন :-

শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতার দোকান খুলবে।
শপিং মল আগের মতোই থাকবে বন্ধ।
আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে।

গ্রামএলাকাগুলির ক্ষেত্রে বাজার খোলা যাবে।
 ৫০ শতাংশ কর্মচারী থাকবেন দোকান।
পাড়ার দোকানগুলি খোলা যাবে।
তবে শহরের ক্ষেত্রে শপিং মল বা বড় দোকান খোলা যাবে না।
দোকানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায়  বাধ্যতামূলক।

 তবে যে এলাকাগুলি হটস্পট কিংবা কনটেনমেন্ট এলাকাগুলিতে আগেই নির্দেশই বহাল থাকবে। অর্থাত্ সেইসব এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। রেড জোন এলাকাগুলিতে কোনও ছাড় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *