বুধবার বেলা বারোটা চল্লিশ মিনিটে রুপোর ইট স্থাপন করে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সৌজন্যে :ইন্টারনেট -যথাবিধি রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বেলা বারোটা চল্লিশ মিনিটে রুপোর ইট স্থাপন করেন তিনি। ভূমিপূজন অনুষ্ঠানের আগে তিনি হনুমানগড়িতে হনুমান মন্দিরে পুজো দেন। রামমন্দির চত্বরে পৌঁছে মোদি পারিজাত শাখা রোপন করেন। শুভক্ষণে মন্দিরের ভিত্তিতে রুপোর ইট স্থাপন করবেন তিনি। বুধবার সকালে তাঁকে অযোধ্যায়া স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমিপূজনের মঞ্চে মোদি ছাড়াও রয়েছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 তবে রামমন্দির আন্দোলনের বহু পরিচিত মুখই থাকছেন না। লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর যোশী, কল্যাণ সিং, উমা ভারতী করোনার কারণে দূরেই থাকছেন। তাঁরা যুক্ত থাকবেন ভিডিও কনফারেন্সে। মোদি চলে যাওয়ার পর অবশ্য যাবেন উমা। এদিকে, ভোরের আলো ফুটতেই উৎসাহে ফুটছে রামনগরী অযোধ্যা। কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা।  কেবলমাত্র আমন্ত্রিতরাই ঢুকতে পারবেন। আমন্ত্রিত কেবল ১৭৫ জন।

 বুধবার অযোধ্যার রামমন্দিরের ভূমিপুজোর পর ভাষণে বিশ্বজুড়ে রামায়ণের প্রাসঙ্গিকতা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমন কি মুসলিম দেশেও রামায়ণের অস্তিত্বের কথা তুলে ধরলেন তিনি।মোদী জানান, রাম আসলে ঐক্যের প্রতীক। তিনি বলেন, “যেভাবে ভগবান রামের জয়ে সকলে একসঙ্গে প্রচেষ্টা করেছিলেন, যেভাবে সকলে স্বাধীনতার লড়াইয়ে গান্ধীজির পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবেই আজ দেশবাসীর প্রচেষ্টায় রামমন্দির তৈরির কাজ সম্পন্ন হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *