বিমান বসু বললেন, আব্বাসকে সঙ্গে নিয়েই আমরা লড়ব

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে বললেন, ‘কত আসন ছাড়া হবে তা এখনই ঘোষণা নয়। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ সফল।’ অধীরের দাবি,”রাজ্যে বাম-কংগ্রেস জটের উপর আস্থা বাড়ছে মানুষের। মইদুল ইসলামের মৃত্যু তারই প্রমাণ৷ বাংলার লড়াইটা শুধু বিজেপি-তৃণমূলের লড়াই নয়। বাংলার লড়াইটা হতে চলেছে ত্রিমুখী। বাম-কংগ্রেস জোট কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে না। নিজেরা ক্ষমতা দখলের জন্য লড়াই করছে।”

জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটে শামিল হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্ধিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। আলিমুদ্দিনে জোটে বৈঠক শেষে একযোগে একথা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা।সূত্রের খবর, জোটের কাছে তাঁরা ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানিয়েছে। জোটের বার্তা দিলেও আব্বাসের দলকে কতগুলি আসন ছাড়া হবে, সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি বিমান বসু-অধীর চৌধুরীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *