বিভিন্ন রঙ মেখে বহুরুপী সাজলে মিলবে ভিক্ষা নচেৎ অনাহারে মৃত্যু

 শুভজিৎ দাস :হুগলী–মুখে বিভিন্ন রঙ মেখে কেউ সাজেন কালী, কেউ সাজেন শিব, পার্বতী অথবা কেউ সাজে বাবা লোকনাথরুটি রুজির টানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করে দিন কাটান তারকেশ্বরের জ্যোৎশম্ভু গ্রামে বসবাস করে এরাতবে এরা গ্রামে বহুরুপী নামে পরিচিতবৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বর রেলগেটের পাশে এদের বসবাসবাপ ঠাকুরদার পেশাকে টিকিয়ে রাখতে ভোর হতেই বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে বেড়িয়ে পরে ভিক্ষা করতে

তারকেশ্বর থেকে ট্রেনে চেপে কোলকাতা ও শহরতলিতে যাতায়াতসারাদিন উপবাস থেকে বিভিন্ন দোকান, বাড়ি ঘুরে রাতে ঘরে ফেরাযেটুকু ভিক্ষার দান পায়, তা দিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দেয় এই বহুরুপীরাকিন্তু বর্তমানে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে এরাবন্ধ ট্রেন চলাচল থেকে বাজার, দোকানআগেরমত নেই সকাল থেকে নিজেদের সাজিয়ে তোলার ব্যাস্ততাএমনিতেই নুন আনতে পান্তা ফুরিয়ে যায় এদেরতারউপর লকডাউনের জেরে কঠিন পরিস্থিতির স্বীকারপায়নি কোনও সরকারি ত্রাণ সামগ্রীনেই কোনও রাজনৈতিক দলের নেতাদের আনাগোনা। 

গত একমাসের লকডাউনে ফুরিয়ে এসেছে ভিক্ষার ঝুলিতে থাকা দানের অর্থকরুণ আর্জি, এই কঠিন পরিস্থিতিতে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিক তাঁদের দিকেনেই কোনও বিকল্প আয়ের পথতাই কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীনাথ বহুরুপী গল্পে এই তারকেশ্বর বহুরুপীদের একটাই ভাষা, বিভিন্ন রঙ মেখে বহুরুপী সাজলে মিলবে ভিক্ষা নচেৎ অনাহারে মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *