বিদ্যুৎ-এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভূতুড়ে বিলের প্রতিবাদে CPIM এর ডেপুটেশনে
“সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ-এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং লাগামছাড়া,অস্বাভাবিক ও ভূতুড়ে বিলের প্রতিবাদে ও সেই বিলের দ্রুত সংশোধনের দাবি নিয়ে এবং ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে ৩ মাসের জন্য ছাড় দিতে হবে। বিদ্যুৎ-এর বিল প্রতি মাসে ইউনিট অনুযায়ী নিতে হবে এবং তিন মাসের বিল একসাথে নেওয়া যাবে না।
প্রতি মাসের বিল প্রতি মাসে নিতে হবে”এইসব দাবী নিয়ে CPIM ডানকুনি এরিয়া কমিটির ডাকে আজ সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ডানকুনি বিদ্যুৎ অফিসে ডেপুটেশনে দেয় CPIM ডানকুনি এরিয়া কমিটির কর্মীরা।আজকের এই ডেপুটেশনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক মানিক সরকার সহ স্থানীয় আরো অন্যান্য CPIM পার্টি নেতৃত্ব ও কর্মীরা।এছাড়াও বহু সাধারণ মানুষ এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছিলেন৷