বাঁকুড়ার প্রতাপপুরে তৃনমূল বিজেপি সংঘর্ষ, তৃনমূলের দলীয় কার্যালয় ভাংচুর
তৃনমূল বিজেপি সংঘর্ষে আজ সকালে তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়া সদর থানার প্রতাপপুর গ্রামে। তৃনমূলের দলীয় কার্যালয় ভাংচুর করা হয়। এলাকায় সংঘর্ষ থামাতে মোতায়েন করা হয় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে পাঁচ জনকে।
একশো দিনের কাজ চাওয়া ও পাওয়া কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তৃনমূল বিজেপির চাপানউতোর চলছিল। আজ সকালে সেই বিষয়কে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় দুপক্ষের। তৃনমূলের দাবি এই সময় আচমকাই বিজেপির লোকজন চড়াও হয়ে গ্রামে থাকা তৃনমূলের দলীয় কার্যালয় ভাংচুর করে। অভিযোগ আক্রমণ চালানো হয় গ্রামের তৃনমূল পঞ্চায়েত সদস্যা পূর্নিমা পাল সহ একাধিক তৃনমূল কর্মীর উপর। এই ঘটনাকে কেন্দ্র করে মূহুর্তের মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিজেপির তরফে দাবি করা হয়েছে প্রথম হামলা চালানো হয়েছে তৃনমূলের তরফেই। সংঘর্ষের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রামে তল্লাশি চালিয়ে মোট পাঁচ জনকে আটক করে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তৃনমূলের দাবি শুধুমাত্র তৃনমূল করার অভিযোগেই তাদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি বিজেপি করার অপরাফহে তাদের উপর হামলা চালানো হয়েছে। বিজেপির দাবি ঘটনার পর বেছে বেছে বিজেপি কর্মীদেরই আটক করেছে পুলিশ।