বর্ধমান সড়াই টিকর এ যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধার
যুবকের গলা কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্রকরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বর্ধমান সড়াই টিকর দীঘির পার এলাকায়।ঘটনা স্থলে আসেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। ময়না তদন্তের জন্য মৃত দেহ নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ।তবে কে কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে ধন্দে পরিবারে লোকজন।মৃতর বাবা বালী মাঝি বলেন মৃত প্রদীপ মাঝি পেশায় রাজ মিস্ত্রী।আজ সকালে প্রদীপকে কেউ ডেকে নিয়ে যায়। তার পর থেকে আর বাড়ি ফিরে আসে নি। এর পর বেলা গড়িয়ে গেলে শুরু হয় খোঁজ।তার কোনো খোঁজ পাওয়া যায় নি।পরে তাকে গলা কাটা মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত যুবকের পড়নে ছিলো লাল সেন্ড্রো গেঞ্জি পরনে কালো রঙ্গের জিন্সের প্যান্ট।শড়াই টিকর দীঘির পার ক্যানেলের পাশ থেকে উদ্ধার হয় মৃত দেহটি।তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। তবে এলাকা সূত্রে জানা যায় বা পরিবারের সূত্রে জানা যায় সে কোনো রাজনীতি করতোনা। তবে যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে, বর্ধমান থানার আইসির সঙ্গে কথা বলেন পরিবারের লোকজন। পুলিশ আশ্বাস দিয়েছে পরিবারকে, তদন্ত করে খুনি আসামি কে গ্রেফতার করবেন ।