বর্ধমান শহরের ১৭ নম্বর ওয়ার্ডের সুনীল দাস সরণীতে অশান্তি
তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্রের বাড়িতে হামলা, মারধর। বর্ধমান শহরের ১৭ নম্বর ওয়ার্ডের সুনীল দাস সরণীতে অশান্তি হয়।জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দলেরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
প্রসেনজিৎ দাসের দাদা অভিজিৎ দাস, বৌদি মৌমিতা দাসকে মারধর করা হয়। অভিজিৎ দাস বলেন পাশের পাড়া যাড়খানাগুলির কয়েকজন ছেলে বাড়িতে হামলা চালায়। মারধর করে।যারা হামলা করে তারা সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তিনি বলেন বাড়ির সামনে বোম ফাটাচ্ছিল। তার প্রতিবাদ করায় দলবল মিলে বাড়িতে হামলা করে। তিনি নিজেও তৃণমূল করেন।তার স্ত্রী মৌমিতা দাসও একই কথা বলেন।
যদিও প্রসেনজিৎ দাস বলেন ওরা কোন দল করে না।ওরা সবাই দলবাজ।সমাজ বিরোধী। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।