বর্ধমান এর অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা পেলেন না ভক্তদের পুজো
রাজীব মন্ডল :বর্ধমান –১লা বৈশাখ ১৪২৭ সালের শুভ সূচনা,বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে আজ কের দিনে। ভগমানের পায়ে পুজো দিয়ে মাথা নত করে নিজের প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় বা পরিবারের মঙ্গল কামনায় শুরু হয় বাঙালির নতুন বছর। নতুন জামা কাপড় ,ভালোমন্দ খাওয়াদাওয়া ,দোকানে দোকানে হাল খাতা করতে যাওয়া আপামর বাঙালির বছরের পর বছর চলে আসছে এই ভাবে। কিন্তু এ কি হলো ?কোথায় পুজো দেবার ভিড় ?কোথায় ভালোমন্দ খাবার এর আয়োজন ?কোথায় দোকানে হাল খাতা ?এ কোন যুগে আছি আমরা ?সত্যি ভাবতে অবাক লাগে।বর্ধমান এর অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা এই প্রথম এমন একটা দিনে পেলেন না ভক্তদের পুজো।ভক্তরাও পারলেননা মায়ের পায়ে পুজো নিবেদন করে মঙ্গল কামনা করতে।
যেদিন টার অপেক্ষায় থাকে বহু মানুষ যাদের আগামী ৩-৪ মাস রুজিরোজকার চলে এই দিনের বিক্রির উপর। সে সব বন্ধ আজ।ভক্তরা কেও কেও দোকানের খাতা মন্দিরের গেটে ঠেকিয়ে নিয়ে গেলেন।
মনে দুঃখ ,যন্ত্রনা থাকলেও প্রত্যেকেই চাইছেন দরকার নেয় আজকের দিনটা। কিন্তু নতুন সূর্য উঠুক ,করোনা মুক্ত হোক পৃথিবী এমন টায় চাইছেন তারা সকলেই।সরকারের নির্দেশ মেনে মানুষ ও বাড়ির বাইরের বেরিয়ে এই উৎসব এ মেতে ওঠেননি।সকলেই চাইছেন মহামারী করোনা মুক্ত হোক আমাদের দেশ ,মুক্ত হোক পৃথিবী।