বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কোতুলপুর বিধানসভার বিধায়ক

বাঁকুড়া:- কয়েকদিন আগেই ব্রম্ভ ডাঙ্গা গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হৱকালী প্রতিহার। ওই এলাকার মানুষদের সাথে তিনি কথাবার্তা বলেন এবং কিছুটা হলেও আশ্বাস দিয়েছিলেন তাদের যেসব সমস্যা গুলো আছে সেই সমস্যাগুলি যতটা সম্ভব সমস্যার সমাধান করবেন । তিনি আরও বলেছিলেন ওই এলাকার মানুষদের নিয়ে একটি কমিটি গঠন করবেন সেখান থেকে যে যে সমস্যাগুলো উঠে আসবে সেই সমস্যাগুলো নিয়ে কোতুলপুর বিডিওর সাথে কথাবার্তা বলবেন। সেই মোতাবেক আজ কোতুলপুর জয়েন্ট বিডিওর সাথে কথাবার্তা বলেন এবং তিনি আমাদের জানান জয়েন্ট বিডিও সাহেবের সাথে কথাবার্তা বলে ইতিবাচক সাড়া মিলেছে ।যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা গুলি যতটা সম্ভব দ্রুত সমাধান করা হবে ।তিনি আরো বলেন বিগত দিনে যে MLA ছিলেন তিনি ব্রম্ভডাঙ্গা গ্রামের মানুষদের কথা কিছুই ভাবেন নি। আমি মাত্র কয়েক মাস বিধায়কের দায়িত্ব পেয়েছি এলাকার মানুষ আমাকে সমর্থন করেছে তাই আমি তাদের পাশে থাকব। আমার যতটা সমর্থ আমি তাদের সাহায্য সহযোগিতা করব এবং আগামী দিনে তাদের পাশে থাকব এই আশ্বাস দেন ।এখন দেখার বিষয় ওই গ্রামের মানুষের কতটা সুরাহা হয় নাকি আগের মতই গালভরা প্রতিশ্রুতি দিয়ে যাবেন নেতারা সেদিকেই তাকিয়ে আছেন ব্রম্ভ ডাঙ্গা গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *