বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ফের বদলে গেল ২৮ আগস্ট লকডাউনের দিন

Published on: August 12, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

রাজীব মন্ডল :কলকাতা  -আবার বদলে গেল রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন। বুধবার জানানো হয়েছে,  ২৮অগাস্ট  লকডাউন হবে না। আগে বলা হয়েছিল ২০, ২১, ২৭,২৮ ও ৩১ আগস্ট গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে। এবার মুখ্যসচিবের দেওয়া  বিজ্ঞপ্তিতে বলা হল, ২৮ আগস্ট শুক্রবার লকডাউন হবে না। সরকারের তরফে জানানো হয়েছে, ব্যবসা ও ব্যাঙ্কের কাজে অসুবিধার কথা ভেবেই এই দিন বদল করা হয়েছে।এর আগে এটি মধ্যে ২ বার লকডাউনের দিন বদল হয়েছে।


 গোড়ায় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহের শেষ দুদিন লকডাউনের কথা বলা হয়েছিল। পরে তা ফের পাল্টে দুটি শুক্রবার লকডাউনের আওতায় আনা হয়। ছাড় দেওয়া হয় শনিবার ও রবিবার। এবার আরেকটি শুক্রবার বাদ গেল লকডাউনের তালিকা থেকে। 


উল্লেখ্য, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লকডাউন তোলার জন্য চিঠি দেওয়া হয়েছিল টিএমসিপির তরফে। বিরোধীদের অভিযোগ, অন্য যুক্তি দিয়ে দলের ছাত্র সংগঠনের সেই আবেদনকেই স্বীকার করা হয়েছে। এদিকে, বারবার লকডাউনের দিন বদলানোয় চূড়ান্ত বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে।

Join Telegram

Join Now