প্রায় ১৫০ শোর বেশি ময়ুর দিন কাটাছে অনাহারে

একটা দুটো নয় প্রায় ১৫০ শোর বেশি ময়ুর দিন কাটাছে অনাহারেএমনি অবস্থা হুগলীর পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধী গ্রামেময়ুরের গ্রাম নামে পরিচিত  এলাকাটিএখানে আসলেই যত্রতত্র ময়ুর দের পেখম মেলে খেলতে দেখা যায়,আর এই ময়ুরদের চাক্ষুষ করতে বছরভর বহু মানুষ আসে গ্রামেকিন্তু সে সুসময় আজ অতীত, বড্ড কঠিন সময় দিন কাটছে জাতীয় পাখিদের

গ্রামের মুস্টিমেয় কিছু বাসিন্দারা এদের লালন পালন করে আসছে বহু বছর ধরেবর্তমানে করোনার জেরে  লকডাউন চলছে চারিদিকেএই গ্রামের এখন চাষের কাজ  প্রায় বন্ধ রয়েছেলকডাউনের ফলে এই সময়ে মানুষেরই খাবারের যোগান  কঠিন হয়ে পরছেগ্রামেরই কল্যা পরিবার জানায় মুলত চাল ও গম খেয়ে থাকে এখানকার ময়ুররেরা, সেই চাল ও গমের ভান্ডার এখন প্রায় শুন্য, সারাটা দিনে যে খাবার ওদের দরকার তার এক ভাগও দেওয়া যাচ্ছে না এখনআমাদের কার্ড পিছু রেশন দোকানে যে পরিমাণে চাল ও গম পাওয়া গেছে সেটা দিয়েও ওদের পর্যাপ্ত পরিমানে খাবারের জোগান দিতে পারা যাচ্ছে না

চারিদিকে ঘুরে ঘুরে যে টুকু পায় সেটুকুই খাবার খায় ওরা  কিন্তু খাবার সময় হলেই চলে আসে বাড়ির সামনে, ডাকতে থাকেতখনই চোখে জল চলে আসে আমাদেরউপায় না দেখে অল্প কিছু দিয়ে ওদের তারিয়ে দিইএখন আমাদেরই অবস্থা ভালো নয়কাজ  বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক, সবার কাছে গিয়েছি ওদের খাবারের জোগানের জন্য কিন্তু কেউই সারা দিলো নাএখন যা দেখছি অনাহারে না মারা যায় ময়ুরেরাএখন আশায় দিন গুনছে গান্ধী গ্রাম লকডাউন কবে শেষ হবে, কবে পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে দেশের জাতীয়  পাখিপ্রশাসনের থেকে কোন সাহায্য না মেলায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *