প্রসূতি সন্তান প্রসব করলেন হাসপাতালে বাইরের বিশ্রামাগারে
পূর্ব বর্ধমান:প্রসূতি ভর্তি হয়েছিলেন হাসপাতলে। কিন্তু সন্তান প্রসব করলেন হাসপাতালে বাইরের বিশ্রামাগারে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা হাসপাতালে। পিংকি হাওলাদার নামে ওই প্রসূতি আজ গুসকরা হাসপাতালে বাইরে বিশ্রামাগারে একটি কন্যা সন্তান প্রসব করেন। পিংকি হাওলাদার এবং তার পরিবারের অভিযোগ প্রসব যন্ত্রণা ওঠায় কোন কিছু না দেখেই হাসপাতালের চিকিত্সক তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন । 102-এ ফোন করে মাতৃযানের জন্য যখন ব্যবস্থা করেছিলেন ওই প্রসূতির আত্মীয়রা, তখন হাসপাতালের কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা তাকে বেডে রাখার বদলে বাইরে বের করে দেন ।
প্রসূতি বারবার অনুরোধ করলেও হাসপাতলে রাখতে চাননি নার্স ও চিকিৎসকরা। ফলে বাধ্য হয়ে তিনি হাসপাতালের বাইরে বিশ্রামাগারে আসেন। এবং সেখানেই প্রকাশ্যে সন্তানের জন্ম দেন। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গুসকরা হাসপাতলে। প্রসূতির এক আত্মীয়া দাইমায়ের কাজ করতেন। তিনি বিশ্রামাগারে ওই প্রসূতির কন্যা সন্তান জন্ম দেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এমন অমানবিক আচরণ স্তম্ভিত প্রসূতির পরিবার ও এলাকার লোকজন। হাসপাতালের কর্তব্যরত নার্স অবশ্য গোটা ঘটনার দায় এড়িয়ে গেছেন। তিনি জানান যা করেছেন চিকিৎসকের নির্দেশমতো করেছেন । গুসকরা হাসপাতালের চিকিৎসক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।