প্রতিবন্ধীদের নিয়ে এক স্ক্যানিং ক্যাম্প
মালদাঃ- স্বাস্থ্য দফতরের উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে এক স্ক্যানিং ক্যাম্পের আয়োজন করেন বামনগোলার ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীদের নিয়ে এই স্ক্যানিং ক্যাম্প করা হয় । জানাগেছে বামনগোলার ব্লকের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিশেষ ক্যাম্প করা হয়। আগামী ৮ ই এপ্রিল মাস প্রতিবন্ধীদের নিয়ে পাকুয়াহাটে একটি স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। তাই তার আগে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ।
এখানে উপস্থিত ছিলেন বামনগোলা বি এমএইচ ড: সুদীপ কুণ্ডু সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা, এদিন এবিষয়ে ডঃসুদীপ কুন্ডু বলেন আজ মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধীদের নিয়ে এই একটি স্ক্যানিং ক্যাম্প করা হয়।কারণ যে সব প্রতিবন্ধী ও সক্ষম তাদের সার্টিফিকেট পেতে সমস্যা না হয় তারা তার আগেই স্ক্যানিং ক্যাম্পের ব্যবস্থা করা হয় কিভাবে তারা কাগজপত্র তৈরি করবে সঠিক কাগজপত্র তৈরি করার ব্যবস্থা করা হয় যাতে আগামী ৮ তারিখে কারো সমস্যা না হয় সার্টিফিকেটের জন্য। তারই আগে এই ক্যাম্প করা হলো। আগামী এপ্রিল মাসের ৮ তারিখে একটি স্কুলে এই ক্যাম্প করা হবে।সেই দিন উপস্থিত থাকবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসক।এদিন প্রায় ১০০ জন মানুষ স্ক্যানিং ক্যাম্পের এদিন উপস্থিত হয়েছে।