প্রকাশ্যে কমিশনার মনোজ ভার্মা কে এবং রাজ্য সরকার কে ভর্ৎসনা রাজ্যপাল এর
শোভন রায় :কলকাতা
প্রকাশ্যে কমিশনার মনোজ ভার্মা কে এবং রাজ্য সরকার কে ভর্ৎসনা করলেন রাজ্যপাল ।
গান্ধি ঘাটে গান্ধিজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিস্ফোরক বক্তব্য রাজ্যপালের।
ক্ষুদ্ধ রাজ্যপাল বলেন, রাজ্যে কোথাও আইনের শাসন নেই।আজ গান্ধীজীর ৭২তম প্রয়ান দিবস এই দিন অহিংসার দিন।সেখানে রাজ্য জুড়ে হিংসা চলছে। রাজ্যের কোথাও আইন বলে কিছু নেই।পুলিশ প্রশাসন চুপ করে আছে।
বিদ্যুৎ মন্ত্রি শোভনদেব চট্টোপাধ্যায় বলেন বহু দিন ধরে রাজনীতি করছি, তবে এরকম কোন রাজ্যপাল কে এই ভাবে প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে শুনি নি.