বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পৌরসভার নতুন নামকরণ “অনাথ আশ্রম”

Published on: January 19, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now


                                                                         রানা চ্যাটার্জী : বালুরঘাট 

দীর্ঘ 453 দিন ধরে বালুরঘাট মিউনিসিপালিটি তে কোন কাউন্সিলর নেইপ্রশাসকের মাধ্যমে চলছে পৌরসভা তাই বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বালুরঘাটের নাগরিকরা সুষ্ঠ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে


তাই আজ বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে ঢাক-ঢোল সহযোগে বালুরঘাট পৌরসভার সামনে একটি অভিনব বিক্ষোভ প্রদর্শন করা হয়।  বিজেপির সদস্যরা ঢাকঢোল বাজিয়ে যেমন বিক্ষোভ প্রদর্শন করে  তেমনি ফটকা ফাটিয়ে  এবং বেলুন সাজিয়ে দেয় পৌরসভার সামনেএবং ফেস্টুন টাঙ্গিয়ে বালুরঘাট পৌরসভার নতুন নামকরণ করে “অনাথ আশ্রম”


বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সুমন বর্মন ফিতেও কাটেনএবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তারা আজ নতুন এই অনাথ আশ্রম শুভসূচনা করলেনবিজেপির এই অভিনব বিক্ষোভ কর্মসূচি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায় বালুরঘাট পৌরসভার সামনে

Join Telegram

Join Now