পূর্ব বর্ধমান জেলায় বাস চলা নিয়ে চলছে টালবাহানা

নিজস্ব সংবাদদাতা :বর্ধমান -করোনা ভাইরাসের জন্য লক ডাউন চলায় সমস্ত যানবাহন বন্ধ।রাজ্য সরকার বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে গ্রীন ও অরেঞ্জ জোনে বেসরকারি বাস চালানোর নির্দেশ দিয়েছে। এর মধ্যে কনটেনমেন্ট জোনে বাস চালানো যাবেনা বলে জানান পূর্ব বর্ধমান এর জেলা শাসক বিজয় ভারতী। তিনি আরো জানান সামাজিক গুরুত্ব বজায় রেখে যাত্রী নিতে হবে বাসে। এছাড়া বাস চালানোর জন্যে বিশেষ কোনো অনুমতির প্রয়জন নেয় বলে জানান জেলা শাসক।
আরো জানতে দেখুন https://www.facebook.com/Anandabartaoffical/videos/823251948201980/
অপর দিকে বাস ইউনিয়নের সম্পাদক শরৎ চন্দ্র কোনার জানান প্রশাসন থেকে তাদের কাছে কোনো নির্দেশ আসেনি।নির্দেশ এলে আলোচনা করে ঠিক করা হবে। এছাড়া কবে থেকে বা কি ভাবে চলবে তাও ঠিক করা হবে। তিনি আরো জানান আপাতত এই অবস্থায় বাস চালানো সম্ভব নয়। বাস চালানোর অনুমতি থাকলেও পূর্ব বর্ধমান জেলায় বাস চলা নিয়ে চলছে টালবাহানা।
Good news