পুর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়ায় রক্তদান শিবির

করোনার কঠিন সময়ে রক্ত সংকট যখন চরমে উঠেছে, তখন পুর্ব মেদিনীপুরের অমৃতবেড়িয়ার একাধিক ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠন জোট বেঁধে আয়োজন করলেন বড় মাপের একটি রক্তদান শিবির। শিবিরে প্রায় ১০০ জন মানুষ সেচ্ছায় রক্তদান করেন। শিবির আয়োজনের পাশাপাশি সশরীরে হাসপাতালে গিয়ে মুমুর্ষ রোগীদের জন্য রক্তদান করারও অঙ্গীকার করেন উদ্যোগী যুবকরা। সৌজন্য হিসেবে রক্তদাতাদের হাতে লাল গোলাপ আর ফলর চারাগাছ তুলে দেন উদ্যোক্তারা। সঙ্গে করোনা সচেতনতা বাড়াতে সকলকে মাস্ক ও স্যানিটাইজারও দেওয়া হয়।
