বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পুজো উপলক্ষে লেটো গান ও জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ

Published on: February 27, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                     রিতা ভট্টাচার্যঃকালনা  —

কালনার মন্তেশ্বরের পুটশুড়ী পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর গ্রামে তারামা পুজো উপলক্ষে জুয়া বোড ও লেটো গান বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ।  এএসআই প্রশান্ত প্ররামানিক, ও আর এক  এএসআই ইদ্রিস আলী শেখ, ও CIVIK পুলিশকর্মী শেখ মোস্তফা গুরুতর জখম অবস্থায় বর্ধমানের এক বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন।


 এএসআই প্রশান্ত প্ররামানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে। এর  পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে 11 জনকে গ্রেফতার করে। তাদের আজ কালনা মহকুমা আদালতে তোলা হয়। তাদের মধ্যে 5 জন পুরুষ কে  6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

 গতকাল রাতে হাজরাপুর এলাকায় তারামা পুজো উপলক্ষে লেটো গান ও জুয়ার আসর বন্ধ করতে  গিয়ে আক্রান্ত হয় পুলিশ।পুলিশ জোর করে জুয়ার বোর্ড চালাতে বাধা সৃষ্টি করলে, মাইকে ঘোষণা করে পুলিশকে মারার নিধান দেয় ওই এলাকার মাতব্বর জগন্নাথ ঘোষ।  তার নির্দেশে পুলিশের উপরে গ্রামবাসীরা রড, বাস ঝাটা নিয়ে আক্রমণ করে. ঘটনায় 12 জন পুলিশ আক্রান্ত। 

Join Telegram

Join Now