পার্থ চট্টোপাধ্যায়কে ‘হোঁদল’ বলে কটাক্ষ সৌমিত্র খাঁর

কৈলাশ বিশ্বাস :বাঁকুড়া
রাজ্য সরকার ও তৃণমূলের বিরুদ্ধে ফের আক্রমণাত্মক বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘হোঁদল’ বলে কটাক্ষ করলেন তিনি।
শুক্রবার পাত্রয়ারের হলুদবনিতে সিএএ -র সমর্থণে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রতিক পার্থ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটুক্তি করেছেন অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনার চেহারা তো হোঁদলের মতো’। এমনকি ‘মেয়ের বয়সী’ বান্ধবীদের শান্তিনিকেতনে নিয়ে যাওয়ার পাশাপাশি যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরী দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় যেখানেই সভা করবেন, বিজেপি সেই জায়গায় সভা করে তার দ্বিগুণ জমায়েত করবে বলেও তিনি দাবী করেন।
সাংসদ সৌমিত্র খাঁ আত্মবিশ্বাসের সূরে বলেন, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলার ১২ টি আসনই বিজেপি জিতবে, এমনকি চলতি বছরের বিষ্ণুপুর ও সোনামুখী পৌরসভা তারাই দখল করবেন। একারণেই তৃণমূল নেতা কর্মীদের দলে দলে বিজেপিতে যোগ দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের অপেক্ষায় আছি, আপনারা আমাদের সাথে যোগ দিন।