পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি তে পুলিশের কড়া নিরাপত্তা
আসানসোলের পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি তে পুলিশের কড়া নিরাপত্তা !রাজ্যে কার্যত জারি লকডাউন আর এই লকডাউন যেন সাধারণ মানুষ অমান্য না করে বা অযথা বাড়ির বাইরে কেউ যেন না বার হয় তাই কুলটি ট্রফিক গার্ড ও কুলটি থানার চৌরঙ্গীফাঁড়ির পুলিশএর উপস্থিতিতে ডুবুদ্ধি বর্ডার এলাকাতে কড়া নিরাপত্তা !ভিনরাজ্য থেকে আগত সমস্ত বাহন থামিয়ে জিজ্ঞাসাব্যাদ করে জরুরি পরিষেবা সাথে যুক্ত বা অত্যাবশকীয় পণ্য বাহন কে শুধুমাত্র ছাড়া হচ্ছে !এবং এই লকডাউনে অযথা বাড়ি থেকে বার হওয়া মানুষদের ঘুরিয়ে দেয়া হয় !এই দিন উপস্থিত কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক শুভেন্দু চ্যাটার্জী ও ট্রাফিক এ ۔সি ۔পি সুকান্ত ব্যানার্জী !