পরিবারের ছোট বোন করোনা পজিটিভ,’করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে
নিজস্ব সংবাদদাতা :-পরিবারের ছোট বোন করোনা পজিটিভ হয়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি । কিন্তু তার বাড়ি শ্রীরামপুরের 25 নং ওয়ার্ডের গাঙ্গুলিবাগান বাড়িকে। ‘করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে করে রেখে দিয়েছে ওই পরিবারকে । পাড়ার গলির মুখে দড়ি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে । এমনকী বাড়ির পাশে পৌরসভার জলের কলকে প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দোকান, বাজার । এমনকী প্রয়োজনীয় ঔষুধ কিনতে পারছেন না । বাড়ির নিচে নিজের ভাইপোর কেবল বিজনেস রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ।
সমস্ত দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন । বন্ধ জলের কলের মুখ থেকে প্লাস্টিক খুলে দিয়েছেন । তবে প্রতিবেশীদের দু একজনের প্রতিক্রিয়া, যাঁরা এই পরিবারের সাথে মধ্যযুগীয় বর্বরতা আচরন করেছে তা কোনো ভাবেই মেনে নেওয়া সম্ভব নয় । বিকালে শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী আসেন পরিবারের বাড়িতে । তিনি ত্রাণ সামগ্রী ও পালস্ অক্সিমিটার দেন পরিবারের তিন দিদির হাতে ।