পরিবর্তন আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে থেকে নতুন বাংলা , সোনার বাংলা এবং আসল পরিবর্তন আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি-র জনসভা থেকে প্রধানমন্ত্রী পুরোপুরি রাজনৈতিক ভাষণ দিলেন। তিনি বলেন , “বাংলা মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বাংলার পরিবর্তনকে স্বাগত। বাংলার উন্নয়নই কেন্দ্রের প্রধান লক্ষ্য।গ্যাসের পর রেলের পরিকাঠামোতেও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্র।” এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বলেন, “হুগলির নদীগুলো বাংলার জনজীবনের ধারা। এই দেবোত্তভূমিতে এসে আমি বাবা তারকনাথ ও জগন্নাথকে প্রণাম জানাই।”
দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প চলছে। কিন্তু বাংলায় দেড়-দুকোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা। কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। শিল্প নিয়ে বাংলার সরকারকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলা পিছিয়ে পড়েছে। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য এ রাজ্যে দুর্গাপুজো হয় না, বিসর্জন করতে সমস্যায় পড়ে আমজনতা। বললেন মোদি। দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর ভারচুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।