বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পরিবর্তন আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published on: February 22, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে থেকে নতুন বাংলা , সোনার বাংলা এবং আসল পরিবর্তন আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিজেপি-র জনসভা থেকে প্রধানমন্ত্রী পুরোপুরি রাজনৈতিক ভাষণ দিলেন। তিনি বলেন , “বাংলা মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। বাংলার পরিবর্তনকে স্বাগত। বাংলার উন্নয়নই কেন্দ্রের প্রধান লক্ষ্য।গ্যাসের পর রেলের পরিকাঠামোতেও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্র।” এদিন সভার শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বলেন, “হুগলির নদীগুলো বাংলার জনজীবনের ধারা। এই দেবোত্তভূমিতে এসে আমি বাবা তারকনাথ ও জগন্নাথকে প্রণাম জানাই।”

দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল  পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প চলছে। কিন্তু বাংলায় দেড়-দুকোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা। কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।  শিল্প নিয়ে বাংলার সরকারকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলা পিছিয়ে পড়েছে। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য এ রাজ্যে দুর্গাপুজো হয় না, বিসর্জন করতে সমস্যায় পড়ে আমজনতা। বললেন মোদি।  দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর ভারচুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 

উঠতে-বসতে কাটমানি! বাংলার ‘কালচার’কে বিঁধলেন মোদি, তোপ ‘জল জীবন’ নিয়েও…নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি। কিন্তু ভোটের উত্তাপ এখনই বঙ্গে বেশ টের পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ভোটের ঢাকে কাঠি দিয়ে নয়া স্লোগান লঞ্চ করেছে তৃণমূল কংগ্রেস- ‘বাংলা নিজের মেয়েকে চায়।’ সোমবার হুগলির সভা থেকে সেই স্লোগানকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘কাটমানি কালচার’ নিয়ে সরব হয়েছেন তিনি। 

রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প এনেছে কেন্দ্রীয় সরকার। বাংলার গ্রামের দেড়-দু’কোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা। কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।নরেন্দ্র মোদি জানিয়েছেন, কেন্দ্র এই প্রকল্পের দরুণ রাজ্যকে ১৭০০ কোটি টাকা দিয়েছে। কিন্তু রাজ্য মোটে ৬০৯ কোটি টাকা খরচ করেছে। বাকি টাকা সরকার আত্মসাৎ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। এর পরই প্রধানমন্ত্রীর প্রশ্ন, “বাংলার মেয়েরা কেন বিশুদ্ধ জল পাওয়া থেকে বঞ্চিত হবে? বাংলার মেয়েদের কি বিশুদ্ধ জল পাওয়ার অধিকার নেই?” 

Join Telegram

Join Now