পদ থেকে না সরালেও নিস্ক্রিয় করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা (এসএসএ) সুরজিত্ কর পুরকায়স্থকে
বিধানসভার প্রথম দফার ভোটের তিনদিন আগেই নির্বাচন কমিশনের রোষানলে পড়লেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা (এসএসএ) সুরজিত্ কর পুরকায়স্থ। কার্যত পদ থেকে না সরালেও তাঁকে নিস্ক্রিয় করা হয়েছে। অর্থাত্ ক্ষমতাহীন করা হয়েছে। সূত্রের খবর, বুধবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থের ক্ষমতা খর্বের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশের পরেই রাজ্যের মুখ্যসচিব এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ভোট পর্যন্ত রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থের ক্ষমতা খর্ব করা হল। ভোটের কাজের সঙ্গে কোনওভাবে জড়িত থাকতে পারবেন না। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়।
রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে প্রথমে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় দমকলের ডিজি তথা গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পি জগমোহনকে নিয়ে এসেছিল নির্বাচন কমিশন। কয়েকদিন বাদে সরিয়ে দেওয়া হয় রাজ্যের ডিজি বীরেন্দ্রকে। তাঁর জায়গায় ডিজি করে নিয়ে আসা হয় বিজেপি ঘনিষ্ঠ পি নীরজনয়নকে। গত ১০ মার্চ নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেওয়ার পথে হাঁটে। আর এদিন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থকে সরানোর নির্দেশ দিয়েছে।