নির্বাচনের আগে নাশকতা এড়াতে নাকা চেকিং বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের

ভোট উৎসবের কথা মাথায় রেখে রাজ্যের নিরাপত্তা বজায় রাখতে এবং কোনরকম নাশকতার ঝুঁকি নিতে চাইছে না বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন । তাই বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশমতো ইন্দাস থানার পুলিশ বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলার সংযোগস্থল বাঁকুড়া জেলার ইন্দাস থানার বাগিচাবাঁধ চেকপোস্টে নাকা চেকিং শুরু করেছেন । যাতে করে কোনো অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিয়ে জেলাতে ঢুকতে না পারে । পাশাপাশি রাস্তায় বেরোনো দু-চাকা ও চার- চাকা থেকে শুরু করে সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, বাদ যাচ্ছেনা এম্বুলেন্স গাড়িও। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানোর জন্য রাস্তার পাশে লাগানো হয়েছে সি সি ক্যামেরা। বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস, সি আই সোনামুখী গৌতম তালুকদার ইন্দাস থানার ওসি আব্দুস সামাদ আনসারীর নেতৃত্বে ইন্দাস থানার পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছেন চেকপোষ্টে।

বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস বলেন, ইন্দাস থানার বাগিচাবাঁধ চেকপোষ্টে দিবারাত্রি নাকা চেকিং শুরু হয়েছে। এখানে আমাদের পুলিশ ফোর্স যারা আছেন তারা ছোট বড় গাড়ি, বাইক, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইনকামিং এবং আউটগোয়িং সমস্ত গাড়িকেই চেক করছে। গাড়ির পেপার ও ডিগি গুলো চেক করা হচ্ছে। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি । এস এস টি টিম ও এখান থাকছে। তবে এখনো পর্যন্ত এখান থেকে কোন কিছু উদ্ধার হয় নি।
