বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নিম গাছের উঁচু ডালে মাচা বেঁধে চলছে ‘অনলাইন’ শিক্ষাদান

Published on: April 23, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

কৈলাশ বিশ্বাস : বাঁকুড়া জেলার ইন্দপুরের আহন্দা গ্রামের বছর পঁয়ত্রিশের সুব্রত পতি কলকাতার একটি বেসরকারী চাকুরী প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন। ‘করোনা’ সতর্কতায় ‘লক ডাউনে’র কারণে সরকারী-বেসরকারী সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ‘অনলাইন’ শিক্ষা ব্যবস্থা চালু রয়েছেআর এই অবস্থায় গ্রামের বাড়িতে এসে চরম সমস্যায় পড়েছেন এই তরুণ শিক্ষকবাড়িতে বা গ্রামে কোন মোবাইল সংস্থার নেটওয়ার্ক মেলেনাফলে বন্ধুদের সাহায্য নিয়ে গ্রামের এক প্রান্তে একটি নিম গাছের উঁচু ডালে মাচা বেঁধে সারা দিন সেখানে বসেই চলছে তার ‘অনলাইন’ শিক্ষাদান

প্রতিদিন সকাল সাড়ে ন’টার মধ্যে ল্যাপটপ, মোবাইল, অন্যান্য শিক্ষা সামগ্রী,  সামান্য খাবার ও জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা উঠে পড়ছেন গাছেতারপর গাছের উঁচু মগ ডালে মাচার উপর বসে চলছে শিক্ষা দানএই ব্যবস্থায় যথেষ্ট খুশি গ্রামের মানুষওএই কাজে কম বেশী সকলেই তাকে সাহায্যও করেছেন
 গ্রামবাসী শুভজিৎ পতি বলেন, গ্রামে নেটওয়ার্ক না থাকা যথেষ্ট দূর্ভাগ্যজনকতাই আমরাই উদ্যোগ নিয়ে নিম গাছের উপর ঐ মাচা তৈরী করে দিয়েছি

  শিক্ষক সুব্রত পতির কথায়, এবিষয়ে অভিনবত্ব কিছু নেইআমাদের এই এলাকায় প্রায়শই হাতি ঢুকে পড়েফলে গাছের উপর মাচা তৈরী করে হাতি তাড়ানো অনেক পুরাণো পদ্ধতিএই পদ্ধতিটাকেই কাজে লাগিয়ে তিনি শিক্ষাদান করছেন বলে জানান

Join Telegram

Join Now